Manush Sara Khepare Tui Lalon Song মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি।

মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি।

মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি।

মানুষ ভজলে সোনার মানুষ হবি।

ও মানুষ ভজলে সোনার মানুষ হবি।

মানুষ ভজলে সোনার মানুষ হবি।

মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি।

মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি।

মানুষ ভজলে সোনার মানুষ হবি।

ও মানুষ ভজলে সোনার মানুষ হবি।

মানুষ ভজলে সোনার মানুষ হবি।

দ্বিদলে মৃণালে।

সোনার মানুষ উজলে ।

মানুষ গুরুর নিষ্ঠা হলে জানতে পারবি।।

মানুষ ভজলে সোনার মানুষ হবি।

ও মানুষ ভজলে সোনার মানুষ হবি।

মানুষে মানুষ গাথা গাছে যেমন আলকলতা ।

মানুষে মানুষ গাথা গাছে যেমন আলকলতা ।

জেনে শুনে মুড়াও মাথা জাতে উঠবি। ।

মানুষ ভজলে সোনার মানুষ হবি।

ও মানুষ ভজলে সোনার মানুষ হবি।

মানুষ ভজলে সোনার মানুষ হবি।

মানুষ ছাড়া মন রে আমার দেখনা সব শূন্যকার।

লালন বলে মানুষ আকার ভজলে চরবি। ।

মানুষ ভজলে সোনার মানুষ হবি।

ও মানুষ ভজলে সোনার মানুষ হবি।

মানুষ ভজলে সোনার মানুষ হবি।

মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি।

মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি।

মানুষ ভজলে সোনার মানুষ হবি।

ও মানুষ ভজলে সোনার মানুষ হবি।।

bn_BDবাংলা

প্রধান মেনু