মাওলা শাহ্‌ সূফী সদর উদ্দিন আহ্‌মদ চিশ্‌তী আঃ এঁর বিদায় – ২২শে সেপ্টেম্বর ২০০৬

মাওলা শাহ্‌ সূফী সদর উদ্দিন আহ্‌মদ চিশ্‌তী আঃ এঁর বিদায় – ২২শে সেপ্টেম্বর ২০০৬ প্রাকৃতিক মৃত্যুর পূর্বে মৃত্যুবরণ না করিতে পারিলে মানুষ মুক্তিলাভ করিতে পারে না, যাহার ফলে মৃতের জগতেই সে বাস করে এবং জন্ম-মৃত্যুর আবর্তে সে বন্দী হইয়া থাকে।

                                                   -মাওলা শাহ্‌ সূফী সদর উদ্দিন আহ্‌মদ চিশ্‌তী (আঃ)

এবং বলিও না তাঁহাদিগতে মৃত, যাঁহারা আল্লাহ্‌র পথে কতল হয়। বরং তাঁহারা চিরঞ্জীব, যদিও তোমরা বুঝো না।

                                                                                  -সূরা বাকারা – ১৫৪

en_USEnglish

Main Menu