মাওলা ফকির লালন শাহ্‌ (আঃ) এঁর ১৩৩ তম মহাপ্রয়াণ দিবস উদ্‌যাপন

🌹❤🌷🌹🌹❤🌷🌺🌹🌹
জয় মাওলা ফকির লালন শাহ্‌ (আঃ) এঁর ১৩৩ তম মহাপ্রয়াণ দিবস উদ্‌যাপন উপলক্ষে ৩ দিন ব্যাপী অনুষ্ঠান (কুষ্টিয়া) – ২০২৩।
অনুষ্ঠান সূচী:-
🌹🌹🌹🌹🌹
★১৭ অক্টোবর, রোজ মঙ্গলবার, বিকাল – ০৪:৩০ মিনিট র্যালী নিয়ে সাঁইজির রওজা মোবারকে ভক্তি নিবেদন করা হয়েছে।
 
সন্ধ্যা – ০৬:০০ মিনিটে প্রার্থনা করা হয়েছে। প্রার্থনা শেষে আলোচনা হয়েছে, সেখানে উপস্থিত ছিলেন মাওলা শাহ্‌ সূফী সদর উদ্দিন আহ্‌মদ চিশ্‌তী (আঃ) এঁর মেজো আওলাদ আনোয়ার আহমেদ শিবলী ও ইমামীয়া চিশ্‌তীয়া নেজামীয়া সংঘ, সাদরিয়া সোসাইটি এঁর অসংখ্য ভক্তবৃন্দ। আলোচনা শেষে লালন গীতি করা হয়েছে।
*
আয়োজনেঃ ইমামীয়া চিশতীয়া নেজামীয়া সংঘ (দরবার), সাদরিয়া সোসাইটি।
চুনকুটিয়া, আমিনপাড়া, দক্ষিণ কেরানীগাঞ্জ, ঢাকা – ১৩১০।
en_USEnglish

Main Menu