মাওলা শাহ্ সূফি সদর উদ্দিন আহ্‌মদ চিশতী (আঃ) এঁর শুভ প্রত্যাবর্তন দিবস ২৬ শে এপ্রিল

অনুষ্ঠান সূচীঃ
 
সকাল ৮ ঘটিকায় (হেরাবন রওজা ১৩৪,পশ্চিম জুরাইন, তুলা বাগিচা) মাওলার রওজা মোবারকে সমবেত ভক্তি নিবেদন।
্যালী সকল ১০ ঘটিকায় পারগেন্ডারিয়া হইতে সৈয়দ শাহ্ বাবার মাজার থেকে আমিন পাড়া দরবার।
দ্বিতীয় পর্বঃ সকাল ১০:৩০ মিনিট চুনকুটিয়া আমিন পাড়া দরবারে বাদ্যযন্ত্র পরিবেশন ও চিশতী উদ্যান সংগীত পরিবেশন।
তৃতীয় পর্বঃ- সন্ধ্যায় প্রার্থনা, আলোচনা, সেবা ও সামা সংগীত পরিবেশন।
আধ্যাত্মিকবাদী মহাপুরুষগণের উপর সংখ্যাধিক্য বস্তুলোভী ধর্ম-অজ্ঞানী অবুঝ লোকদেরঅত্যাচার চিরন্তন ও সর্বকালীন”
 
আয়োজনেঃ ইমামীয়া চিশ্‌তীয়া নেজামীয়া সংঘ (দরবার), সাদরিয়া সোসাইটি।
স্থানঃ চুনকুটিয়া, আমিন পাড়া, দক্ষিণ কেরানীগঞ্জ,ঢাকা।
en_USEnglish

Main Menu