মাওলা শাহ্ সূফি সদর উদ্দিন আহ্‌মদ চিশতী (আঃ) এঁর শুভ প্রত্যাবর্তন দিবস ২৬ শে এপ্রিল ২০২৪

মাওলা শাহ্ সূফি সদর উদ্দিন আহ্‌মদ চিশতী (আঃ) এঁর শুভ প্রত্যাবর্তন দিবস ২৬ শে এপ্রিল ২০২৪ উপলক্ষে আনন্দ র‌্যালি হয়েছে। মাওলা শাহ্‌ সূফী সদর উদ্দিন আহ্‌মদ চিশ্‌তী (আঃ)ও গুরুমা বেগম গওহর আরা সালামাল্লাহে আলাইহা এঁর রওজা মোবারকে ভক্তি নিবেদন করা হয়েছে। পারগেন্ডারিয়া হইতে সৈয়দ শাহ্ বাবার মাজার থেকে ইমামীয়া চিশ্‌তীয়া নেজামীয়া সংঘ, সাদরিয়া সোসাইটি দরবারে এসে র‍্যালী সমাপ্তি হয়। সন্ধ্যায় প্রার্থনার পড়ে  আলোচনা , আলোচনায় উপস্থিত ছিলেন মাওলা শাহ্‌ সূফী সদর উদ্দিন আহ্‌মদ চিশ্‌তী (আঃ) এঁর মেজো আওলাদ আনোয়ার আহমেদ শিবলী এবং ইমামীয়া চিশ্‌তীয়া নেজামীয়া সংঘ, সাদরিয়া সোসাইটি এঁর অসংখ্য ভক্তবৃন্দ। আলোচনা অনুষ্ঠানের পর  সেবা দেওয়া হয়। সেবার পর সংগীত পরিবেশন এবং সামা মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আয়োজনেঃ-ইমামীয়া চিশ্‌তীয়া নেজামীয়া সংঘ, সাদরিয়া সোসাইটি

en_USEnglish

Main Menu