মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শের এক সুদীর্ঘ অংশ হেরাগুহায় অবস্থান। শাহ্ সূফী সদর উদ্দিন আহমদ চিশতী মহানবীর হেরাগুহার জীবনাদর্শকে সামনে রেখে এই হেরাবন কেন্দ্র প্রতিষ্ঠা করেন। অন্যান্য মহাপুরুষগণও যে একই আদর্শ ছিলেন যা বৃন্দাবন ও জেতবনের আদর্শে প্রকাশ পায়। ‘হেরা’ ও ‘বন’ দুটি শব্দের সাম্যে হেরাবন। আত্মদর্শনই সকল মানবের মুক্তির দিক দর্শন। মানব মুক্তির জন্য আত্মদর্শনই হেরাবনের মূল লক্ষ্য।
ঠিকানাঃ- হেরাবন দরবার, পশ্চিম জুরাইন, তুলা বাগিচা ঢাকা।