২২ মে, বুধবার ২০২৪। গুরুমা বেগম গওহর আরা সালামাল্লাহে আলাইহা এঁর তিরোধান দিবস ও মহামতি গৌতম বুদ্ধ এঁর মহাপবিত্র বুদ্ধপূর্ণিমা।

২২ মে, বুধবার ২০২৪ইং।
গুরুমা বেগম গওহর আরা সালামাল্লাহে আলাইহা এঁর তিরোধান দিবস ও মহামতি গৌতম বুদ্ধ এঁর মহাপবিত্র বুদ্ধপূর্ণিমা। 💞🙏💞

★অনুষ্ঠান সূচীঃ-
২২ মে বুধবার সকাল ১০টা মাওলা শাহ্‌ সূফী সদর উদ্দিন আহ্‌মদ চিশ্‌তী (আঃ) ও গুরুমা বেগম গওহর আরা সালামাল্লাহে আলাইহা এঁর রওজা মোবারকে ভক্তি নিবেদন।সন্ধ্যায় প্রার্থনা, আলোচনা, সেবা ও সামা সংগীত পরিবেশন।

👉আয়োজনেঃ-
🖐️ইমামীয়া চিশতীয়া নেজামীয়া সংঘ (দরবার), সাদরিয়া সোসাইটি চুনকুটিয়া আমিন পাড়া, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১0

en_USEnglish

Main Menu