২৫ মে মাওলা কাজী নজরুল ইসলাম (আ.) এঁর আবির্ভাব দিবস উপলক্ষে মাওলা নজরুল এঁর স্মরনে আনন্দ র‍্যালি ।

২৫ মে মাওলা কাজী নজরুল ইসলাম (আ.) এঁর আবির্ভাব দিবস ২০২৪ উপলক্ষে আনন্দ র‌্যালি হয়েছে। মাওলা নজরুল এঁর স্মরনে আনন্দ র‌্যালী এবং মাওলা নজরুল এঁর রওজা মোবারকে ভক্তি নিবেদন ও বেলুন উত্তোলন, প্রার্থনা এবং পূষ্পাঞ্জলী অর্পন দেওয়া হয়েছে এবং এখানে সকালের পর্ব সমাপ্তি হয়। সন্ধ্যায় প্রার্থনার পড়ে কেক কাটা আলোচনা , আলোচনায় উপস্থিত ছিলেন মাওলা শাহ্‌ সূফী সদর উদ্দিন আহ্‌মদ চিশ্‌তী (আঃ) এঁর মেজো আওলাদ আনোয়ার আহমেদ শিবলী এবং ইমামীয়া চিশ্‌তীয়া নেজামীয়া সংঘ, সাদরিয়া সোসাইটি এঁর অসংখ্য ভক্তবৃন্দ। আলোচনা অনুষ্ঠানের পর  সেবা দেওয়া হয়। সেবার পর সংগীত পরিবেশন এবং সামা মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আয়োজনেঃ-ইমামীয়া চিশ্‌তীয়া নেজামীয়া সংঘ, সাদরিয়া সোসাইটি

en_USEnglish

Main Menu