বস্তুমোহ সকল অপবিত্রতার উৎস। বিষয় ভোগের মধ্যে পবিত্রতা আনয়ন করিতে না পারিলে সকলই মন্দ হইয়া যায় এবং তাহাতে অসীম যৌন অশ্লীলতা বা প্রবৃত্তিপরায়ণতা প্রশ্রয় পায়। সুতরাং আল্লাহর দেওয়া ব্যবস্থার উপরে আমরা যেন ভোগবাদের যুক্তি প্রয়োগ করিয়া শয়তানের মত যুক্তির কথা বলিয়া আল্লাহর উপরে ভ্রান্ত ধারণা পোষণ না করি। তীক্ষ্ণ দৃষ্টি রাখা অপরাধ নয়।
মাওঁলা শাহ্ সূফী সদর উদ্দিন আহ্মদ চিশ্তী (আঃ)