কাবা মানব দেহের প্রতীক ঘর। ইহাতে লোভ, দ্বেষ, মোহ, হিংসা ক্রোধ ইত্যাদি ইন্দ্রিয়জাত সকল অপরাধ এবং কলুষ-কালিমার অসংখ্য মূর্তি বিরাজ করে। এইগুলিকে খুঁটিয়া খুঁটিয়া দেখার নাম হজ্ব। সম্পূর্ণভাবে দেখিতে পারিলে এইগুলি দুর্বল ও অসহায় হইয়া যায় এবং অন্তর শুদ্ধির দিকে অগ্রসর হয়। মন্দের দিকে দৃষ্টি দেওয়া অপরাধ। কিন্তু আত্মিক শুদ্ধি লাভের উদ্দেশে মন্দের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখা অপরাধ নয়।
মাওঁলা শাহ্ সূফী সদর উদ্দিন আহ্মদ চিশ্তী (আঃ)