ইন্দ্রিয় দ্বার দিয়া যাহা কিছু আসে তাহা মোহমুক্ত হইয়া গ্রহণ করিলে তাহা শেরেকশূন্য হয়। ইহাকে ‘লা অবস্থা’ বলে। তে অক্ষর দ্বারা বিস্তার এবং ক্বাফ অক্ষর দ্বারা ‘ক্বাফশক্তি’ বুঝায়। এইরূপে ‘কতল’ অর্থ ‘লা’ এর বিস্তার সাধন করিয়া ‘ক্বাফশক্তি’ অর্জন করা বুঝায়।
মাওঁলা শাহ্ সূফী সদর উদ্দিন আহ্মদ চিশ্তী (আঃ)