ইহুদী, খৃষ্টান, সাবেইন অর্থাৎ যে কোন তৌহিদবাদী সাধক, সম্যক গুরুর আশ্রয়ে থাকিয়া গুরুর সঙ্গে এবং আখেরাতের সময়ের সঙ্গে অর্থাৎ গুরুর আশ্রয়ে জান্নাতের সঙ্গে ইমান অর্জনের কাজ করে তাহারা অবশ্য তাহাদের রব হইতে যথাযোগ্য পুরস্কার লাভ করিবে। এবং তাহারা সর্বপ্রকার ভয়-ভীতি ও আক্ষেপ জয় করিতে পারিবে।
মাওঁলা শাহ্ সূফী সদর উদ্দিন আহ্মদ চিশ্তী (আঃ)