Mawla Shah Sufi Sadar Uddin Ahmad Chisty (A:) Message – 20

ধর্ম জগত হইতে সত্যের আদর্শ যে যেমন পালন করিবে সে তেমন ফল পাইবে। শুধু মহৎ নামকে ধরিয়া রাখিলে চলিবে না। তাহা দ্বারা কৃতিত্ব বা মুক্তি অর্জন করা যাইবে না। উপস্থিত একজন মহাপুরুষের নিকট আত্মসমর্পণ করিয়া তথা মুসলমান হইয়া তাঁহার শিক্ষানুযায়ী ধর্মজগতের সকল অংশীবাদ হইতে আত্মশুদ্ধির ব্যবস্থা অবশ্যই করিতে হইবে, নতুবা ত্রাণ পাওয়া যাইবে না।

মাওঁলা শাহ্‌ সূফী সদর উদ্দিন আহ্‌মদ চিশ্‌তী (আঃ)

en_USEnglish

Main Menu