ইমানের অনুশীলনকারীগণকে বলা হইতেছে যেন তাহারা উপস্থিত সম্যক গুরুর নিকট পরিপূর্ণ রূপে আত্মসমর্পণ করে। সিদ্ধপুরুষের নিকট পরিপূর্ণ আত্মসমর্পণ করিয়া সালাত পালন করা ব্যতীত নফস শয়তানের সূক্ষ্ম ধোঁকাবাজি হইতে মুক্ত থাকা যায় না।