মাওলা শাহ্‌ সূফী সদর উদ্দিন আহ্‌মদ চিশ্‌তী (আঃ)এঁর চুনকুটিয়ায় প্রত্যাবর্তন দিবস উদযাপন ২৬শে এপিল২০২৩

“নিশ্চয় যাহারা আল্লাহ ও তাঁহার রসুলের সঙ্গে কুফরী করে এবং প্রভেদ সৃষ্টির ইচ্ছা করে আল্লাহ ও তাঁহার রসুলের মধ্যে, এবং বলেঃ “আমরা কিছু (বা কোন অংশ) বিশ্বাস করি এবং কিছু অস্বীকার করি” এবং তাহারা ইচ্ছা করে এই দুইয়ের মধ্যবর্তী একটি পথ গ্রহণ করিতে, সর্ব যুগেই এই শ্রেণীর লোকেরা প্রকৃতই কাফের। এবং আমরা কাফেরদের জন্য প্রস্তুত করিয়া রাখিয়াছি আপমানজনক শাস্তি।”

সূরা নেসা – (১৫০, ১৫১)

bn_BDবাংলা

প্রধান মেনু