ইমামীয়া চিশ্তীয়া নেজামীয়া সংঘ নিউজ
কাফেরদের জন্য শের্কের সংখ্যা বৃদ্ধি হইতেই থাকে, কারণ তাহারা ইহা তাহাদের পছন্দমত গুণিয়া গুণিয়া গ্রহণ করিতে থাকে। ফলত কাফেরগণ নিজেরাই নিজেদের জাহান্নামকে গুণিয়া বাছিয়া হিসাব করিয়া রাখিয়াছে।
আমাদের বইগুলো কেনার জন্য রেজিস্টার করুন
ইতিমধ্যে নিবন্ধিত? লগ ইন করুন
ইমামীয়া চিশ্তীয়া পাবলিশার এর বই সমূহ
মাওলা শাহ্ সূফী সদর উদ্দিন আহ্মদ চিশ্তী (আঃ) ভিডিও
মাওলা শাহ্ সূফী সদর উদ্দিন আহ্মদ চিশ্তী (আঃ) - এঁর বাণী সমূহ
ইমামীয়া চিশ্তীয়া নেজামীয়া সংঘ, সাদরিয়া সোসাইটি এর ভিডিও
মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শের এক সুদীর্ঘ অংশ হেরাগুহায় অবস্থান। শাহ্ সূফী সদর উদ্দিন আহমদ চিশতী মহানবীর হেরাগুহার জীবনাদর্শকে সামনে রেখে এই হেরাবন কেন্দ্র প্রতিষ্ঠা করেন। অন্যান্য মহাপুরুষগণও যে একই আদর্শ ছিলেন যা বৃন্দাবন ও জেতবনের আদর্শে প্রকাশ পায়। 'হেরা' ও 'বন' দুটি শব্দের সাম্যে হেরাবন। আত্মদর্শনই সকল মানবের মুক্তির দিক দর্শন। মানব মুক্তির জন্য আত্মদর্শনই হেরাবনের মূল লক্ষ্য।
মোহাম্মাদুর রাসূলাল্লাহ(আ:)এর আল বা বংশধর,আহলেবাইত এবং তার নূরের অনুসারি আলে মোহাম্মদ এর অনুগত চিশতীয়া তরিকার ব্যক্তিবর্গকে নিয়ে এই সংগঠনের মাধ্যমে প্রতিষ্ঠাতা শাহ সুফি সদর উদ্দিন আহমদ চিশতী ঢাকার কেরানীগঞ্জ চুনকুটিয়ায় আহলে বাইতের প্রকাশ প্রচার করে চলেছেন Ahale Bayet ই মুহাম্মদ মানে বাসিন্দা মোহাম্মদ এর ঘর এবং Ale মুহাম্মদ অর্থাৎ descendent হযরত মুহাম্মদ (ক:) -তারা সর্বোচ্চ সত্তা . শাহ সুফী Sadar Uddin Ahmad Chisty প্রতিষ্ঠিত Imamia Chistia Nezamia সংঘ জড়ো উপাসকমণ্ডলী Ahale Bayet ই মুহাম্মদ প্রচার করার মহিমা মুহাম্মাদ এবং তাঁর বংশধর. Imamia Chistia Nezamia সংঘ stablished এ Chunkutia আমিন পাড়া, দক্ষিণ কেরানীগঞ্জ ,ঢাকা-1310.