ঈদে গাদিরে খুম সম্মেলনে বক্তব্য রাখছেন অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক জনাব আনোয়ার আহমেদ শিবলী

#আমি_যাহার_মাওলা_এই_আলী_তাহার_মাওলা#imamia_chistia_nezamia_sangha_darbar ঐতিহাসিক পবিত্র ১৮ই জিলহজ্ব মাওলা আলী ( আঃ) এঁর অভিষেক দিবস উপলক্ষে ঈদে গাদিরে খুম সম্মেলনে বক্তব্য রাখছেন অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক জনাব আনোয়ার আহমেদ শিবলী চিশতী (আঃ), অভিভাবক, ইমামীয়া চিশতীয়া নিজামিয়া সংঘ(দরবার), সাদরিয়া সোসাইটি, কেরানীগঞ্জ, ঢাকা। স্থানঃ হাটিপাড়া স্কুল মাঠ।

#মান্_কুন্তু_মাওলাহু_ফাহাজা_আলীউন_মাওলাহু।আল্লাহুম্মা ওয়ালে মান ওয়ালাহু, আদা মান আদাহু, অনসুর মান নাসারা, অখ্জুল মান্ খাজালা, ফাল্ ইয়াস হাদিল্ হাজেরুল খায়েরা। ” অর্থাৎ, “আমি যাহার মাওলা এই আলী তাহার মাওলা। হে আল্লাহ, তুমি তাহাকে বন্ধুরূপে গ্রহণ কর যে তাঁহাকে বন্ধুরূপে গ্রহণ করে, তাহাকে শত্রুরূপে গ্রহণ কর যে তাঁহার সঙ্গে শত্রুতা করে এবং সাহায্য কর তাহাকে যে সাহায্য করে এবং লাঞ্ছনা দাও তাহাকে যে লাঞ্ছনা দেয়।”

en_USEnglish

Main Menu