নবী মোহাম্মদ (সা.)-এঁর আহলে বাইতকে অর্থাৎ (আলী, ফাতেমা, হাসান ও হোসাইন এবং পরবর্তী ইমামগণকে) ভালবাসা সকলের জন্য অবশ্য কর্তব্য, (সূরা শুরা আয়াত ২৩-এর মর্মার্থ) এর দ্বারা আমরা কাহাকেও শিয়া-সুন্নিতে পৃথক করি না।
*
দুই হাত কাটা তবু শের নর আব্বাস, পানি আনে মুখে হাঁকে দুশমনও ‘সাব্বাস’। দিম্র দিম্র বাজে ঘন দুন্দুভি দামামা, হাঁকে বীর ‘শির দেগা’ নেহি দেগা আমামা। -মাওলা কাজী নজরুল ইসলাম
*
আমি আমাকে সম্পূর্ণ উজার করে দিয়েছি ইমাম হোসাইন (আঃ) পদতলে। আমিতো কেবল তাঁরই গোলাম, যে হয়েছে হোসাইনের গোলাম। -খাজা গরীব নেওয়াজ মঈন উদ্দিন চিশতী (আঃ)
*
দাউ দাউ জ্বলে শিরে কারবালা ভাস্কর, ‘কাঁদে বানু ‘ পানি দাও, মরে জাদু আসগর। পেলো না তো পানি শিশু, পিয়ে গেলো কাঁচা খুন, ডাকে মাতা, ‘পানি দেবো, ফিরে আয় বাছা শুন। -মাওলা কাজী নজরুল ইসলাম
*
রাসুলাল্লাহ (আঃ) ইরশাদ করেন: হাসান এবং হোসাইল হইল জান্নাতী যুবকদের সর্দার। -সহীহ বুখারি, তিরমিজি শরীফ
*
রাসুলাল্লাহ (আঃ) ইরশাদ করেন: আমার আহ্ লে বাইতের দৃষ্টান্ত নুহ-এঁর তরীর মত, যে এতে আরোহন করলো সে নাজাত পেলো। -তাফসীরে দুর্রে মানসুর, মাসনাদে শরীফ
*
রাসুলাল্লাহ (আঃ) ইরশাদ করেন: হোসাইন আমা হইতে এবং আমি হোসাইন হইতে। -মেসকাত শরীফ, তিরমিজি শরীফ, কিতাবুল মানাকিব।
*
একদিকে মা ফাতেমার বীর দুলাল হোসাইনী সেনা, আর একদিকে যত তখ্ ত বিলাসী-লোভী ইয়াজিদের কেনা। -মাওলা কাজী নজরুল ইসলাম
*
ওরে বাংলার মুসলিম তোরা কাঁদ, এসেছে ইয়াজিদী বিদ্বেষ পুনঃ মহররমের চাঁদ। -মাওলা কাজী নজরুল ইসলাম।
*
ইমামীয়া চিশতীয়া নেজামীয়া সংঘ (দরবার), সাদরিয়া সোসাইটি