মোহাম্মাদুর রসুলাল্লাহর (আ) আবির্ভাবের পরে তাঁহার অনুসারী সিদ্ধপুরুষগণকে আলে-মোহাম্মদ বলা হয়। আলে মোহাম্মদ্গণই সত্যের ধারক ও বাহক। তাঁহাদিগকে অনুসরণ না করিলে সত্যের সন্ধান পাওয়া যাইবে না।সূফী সদর উদ্দিন আহ্মদ চিশ্তী (আঃ)