মাওলা শাহ্ সূফী সদর উদ্দিন আহ্মদ চিশ্তী (আঃ) এঁর ১১০ তম আবির্ভাব ও ১৮ তম তিরোধান দিবস ২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আওলাদে মুর্শিদ আনোয়ার আহমেদ শিবলী (হেরাবন দরবার, রওজা মোবারক, জুরাইন – তুলা বাগিচা)
সালাতবিহীন সকল কর্মই কুফরী। এইরূপ কর্মদ্বারা যেরূপ বিষয়-মোহ মনের উপর লাগিয়া যায় তাহাদ্বারা আপন অন্তরে নিহিত প্রভুসত্তাকে আবৃত করিয়া রাখে। ইহা বুঝিবার পরও যাহারা আপন প্রভুসত্তাকে জাগাইয়া তুলিবার চেষ্টা করে না তাহারাই প্রকৃত কাফের।- “মাওলা শাহ্ সূফী সদর উদ্দিন আহ্মদ চিশ্তী (আঃ)”|
আয়োজনেঃ ইমামীয়া চিশ্তীয়া নেজামীয়া সংঘ (দরবার), সাদরিয়া সোসাইটি। স্থানঃ চুনকুটিয়া আমিন পাড়া, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা – ১৩১০।