সম্যক গুরুর রাজত্ব না থাকিলে বিশ্বজগতে যে দুঃখ নিপতিত হয় তাহা বিশ্বরবের সৃজিত প্রাকৃতিক বিধান অনুসারেই হইয়া থাকে। ধর্ম আছে কিন্তু ধর্মগুরুর নেতৃত্ব নাই, ইহা বিষম দুরবস্থার বিষয়। দুরবস্থাটি মানসিক অধঃপতনের ব্যাপক দুরবস্থা ব্যতীত আর কিছুই নয়। মহামানবগণ মনের রাজা। তাঁহারা মন সংগঠন করিতেই আসেন। তাঁহাদের অনুপস্থিতি দুঃখেরই পরিস্থিতি।
মাওঁলা শাহ্ সূফী সদর উদ্দিন আহ্মদ চিশ্তী (আঃ)