মোহাম্মদের বংশধর বলিতে রক্তের বংশধর বুঝায় না বরং গুণের বংশধর বুঝায়। মানবীয় আমিত্বের অবসান দ্বারা উৎপন্ন হয় মোহাম্মদী অবস্থা। প্রকৃতপক্ষে প্রত্যেক মানব সত্তাই মোহাম্মদী সত্তা। এই মোহাম্মদী সত্তা শিরিক দ্বারা আচ্ছন্ন হইয়া রূপ নেয় মানব সত্তায়। শের্কমুক্ত অবস্থাটাই মোহাম্মদ অবস্থা।
মাওঁলা শাহ্ সূফী সদর উদ্দিন আহ্মদ চিশ্তী (আঃ)