আমরা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী ২০২২ উপলক্ষে আনন্দ র্যালি করেছি। আমরা মাওলা শাহ্ সূফী সদর উদ্দিন আহ্মদ চিশ্তী (আঃ) ও গুরুমা বেগম গওহর আরা সালামাল্লাহে আলাইহা এঁর রওজা মোবারকে ভক্তি নিবেদন করি ও কেক কাটি। পরে আমরা র্যালিসহ ইমামীয়া চিশ্তীয়া নেজামীয়া সংঘ, সাদরিয়া সোসাইটি দরবারে এসে র্যালী সমাপ্তি করি। সন্ধ্যায় প্রার্থনার পড়ে কেক কাটি। আমরা আলোচনা করেছি, আলোচনায় উপস্থিত ছিলেন মাওলা শাহ্ সূফী সদর উদ্দিন আহ্মদ চিশ্তী (আঃ) এঁর মেজো আওলাদ আনোয়ার আহমেদ শিবলী এবং ইমামীয়া চিশ্তীয়া নেজামীয়া সংঘ, সাদরিয়া সোসাইটি এঁর অসংখ্য ভক্তবৃন্দ। আলোচনা অনুষ্ঠানের পর ১০ মিনিটের জন্য ধ্যান করা হয়েছিল এবং তারপরে আমরা সেবা নিয়েছিলাম। সেবার পর সংগীত পরিবেশন এবং সামা মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Warning: Undefined array key "id" in /home/u791286906/domains/sadarmawla.org/public_html/wp-content/plugins/elementor-pro/modules/gallery/widgets/gallery.php on line 1443
Warning: Undefined array key "id" in /home/u791286906/domains/sadarmawla.org/public_html/wp-content/plugins/elementor-pro/modules/gallery/widgets/gallery.php on line 1446