Mawla Sadar Uddin Ahmad Chisty-হালাল এবং হারাম বিষয়ে আলোচনা:—

#Mawla_Sadar_Uddin_Ahmad_Chisty-হালাল এবং হারাম বিষয়ে আলোচনা:- মহাপুরুষগণ যে জ্ঞানের অধিকারী হন তাহা অবিচ্ছেদ্য, অবিরাম এবং অসীম। মৃত্যু দ্বারা উহা ছিন্ন হইয়া যায় না। কারণ তাঁহারা মৃত্যুঞ্জয়ী, কালজয়ী। অতএব উপস্থিত একজন মহাপুরুষের নির্দেশ ত্যাগ করিয়া প্রচলিত সামাজিক কোন ধর্মানুষ্ঠান গ্রহণযোগ্য নয়। #মাওলা_সদর _উদ্দিন আহমদ_চিশতী (আঃ)

en_USEnglish

Main Menu