‘লা’ পর্যায়ে কেহই কাহারও শত্রু নয়। পরস্পর একেবারেই ধর্মনিরপেক্ষ। নিম্ন পর্যায়ের জীবনে আপন সত্তার সঙ্গে নফস ও দেহ শত্রুর ভূমিকাই গ্রহণ করিয়া থাকে। মানব দেহ প্রকৃতপক্ষে সুখের নীড় নয় বরং সত্তার জন্য ইহা যেমন কারাগার, কলুষিত নফসও তেমনই ইহার শত্রু। মাওঁলা শাহ্ সূফী সদর উদ্দিন আহ্মদ চিশ্তী (আঃ)