দেহমনের কর্মকাণ্ডের উপরে আল্লাহ গুরুরূপে সম্পূর্ণ কতৃত্বশীল। আপন দেহমনের উপর সম্পূর্ণ কতৃত্বশীল না হইলে আল্লাহর তথা সম্মকগুরুর প্রতিনিধি হওয়া যায় না। এবং আল্লাহর প্রতিনিধিরূপে সমাজের কতৃত্ব লাভের যোগ্যতাও অর্জন করা যায় না। এ বিষয়ে অজ্ঞান ব্যক্তিকে প্রতিনিধি বানাইলে তাহা দ্বারা গোলযোগ সৃষ্টি হওয়া এবং পরিণামে রক্তপাত হওয়া স্বাভাবিক।
মাওঁলা শাহ্ সূফী সদর উদ্দিন আহ্মদ চিশ্তী (আঃ)